১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

পুতিনকে অভিনন্দন জানিয়ে বিপাকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ফের রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ বিষয়ে রাশিয়ার উপর ক্ষুব্ধ মার্কিনীরা। এরমধ্যে আবার রুশ প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা। রিপাবলিকান রাজনীতিবিদন জন ম্যাককেইন প্রকাশ্যেই কঠোর সমালোচনা করেছেন ট্রাম্পের।

জন ম্যাককেইন বলেন, ‘লজ্জাজনক ভোটে নির্বাচিত স্বৈরশাসককে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন জানানো উচিত হয়নি। পুতিনকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প সেসব রুশ নাগরিককে অপমান করেছেন যারা দেশের ভবিষ্যত নির্ধারণে একটি স্বচ্ছ নির্বাচনে ভোটপ্রদানের অধিকার থেকে বঞ্চিত। রাশিয়ার যেসব দেশপ্রেমিক অনেক ঝুঁকি নিয়ে পুতিনের স্বৈরশাসনের বিরোধিতা করেছে তাদেরও অপমান করেছেন ট্রাম্প।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১০:৩৫ পূর্বাহ্ণ