১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

চুরির মামলায় কাউন্সিলর কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

জমি দখল ও গরু চুরির অভিযোগে দায়ের করা মামলায় এক কাউন্সিলরসহ চারজনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে তারা আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে তাদের প্রত্যেককে জেলহাজতে প্রেরণ করেন।

কারাবন্দিরা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল। কাউন্সিলরের অপর সহযোগীরা হলেন, আবু তাহের, আবু শাহাদাৎ হোসেন সায়েম ও রাজু আহমেদ।

কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় লিয়াকত হোসেন খান রনি নামে এক ব্যক্তির জমি দখল করে তার ওই জমিতে থাকা হাস-মুরগি, গরু ও পুকুরের মাছ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওর্য়াড কাউন্সিলর ইকবাল হোসেনসহ তার ৮ সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৫ জন আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে ইকবালসহ ৪ জনকে হাজতে ও জহিরুল নামে একজনকে জামিন দিয়েছেন।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ৮:০৬ অপরাহ্ণ