১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

বিজিবির নতুন মহাপরিচালক সাফিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ চা বোর্ডের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে বডার গার্ড বাংলাদেশ-বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব এম কাজী ইমদাদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গত ৮ মার্চ বিজিবি ডিজি মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২ নভেম্বর বিজিবির ডিজি হিসেবে নিয়োগ পেয়েছিলেন আবুল হোসেন। এর আগে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দৈনিকদেশজনতা/ এফ আর
প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ৭:৫২ অপরাহ্ণ