১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

এবার বাংলাদেশের সহকারী কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: 

পদত্যাগ করেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তাকে নিয়ে সম্প্রতি কিছু জটিলতা হয়েছিল।
তিনি দলের সঙ্গে নিদাহাস ট্রফিতে ছিলেন না। সদ্য সমাপ্ত এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা যায়, বাধ্যতামূলক ছুটিতে আছেন তিনি। কিন্তু মঙ্গলবার বিসিবির একটি সূত্র জানিয়েছে, পদত্যাগ করেছেন হ্যালসল।

পারিবারিক কারণ দেখিয়ে বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই জিম্বাবুইয়ান কোচ। বিসিবিও তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। যদিও এই ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ৭:৪১ অপরাহ্ণ