১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

ঢাকা প্রিমিয়ার লিগে আশরাফুলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগের ৬৪তম ম্যাচে বিকিএসপিতে আজ মোহামেডানের বিপক্ষে লড়ছে কলাবাগান। এদিন প্রথমে ব্যাট করে আশরাফুলের ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে মোহামেডানকে ২৬১ রানের টার্গেট দেয় কলাবাগান। মোহামেডানের পক্ষে ৬ টি উইকেট নেন কাজী অনিক।

বিকিএসপিতে মঙ্গলবার সকালে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে কলাবাগান। ম্যাচের শুরুতেই ১১ রান করে অনিকের বলে সাজঘরে ফিরেন মুনিম শাহরিয়ার। পরে ওলিয়ুলকে নিয়ে ইনিংস লম্বা করেন মোহাম্মদ আশরাফুল। তুলে নেন ক্যারিয়ার সেরা সেঞুরি। ১৬৪ বলে ১৩ চার এবং তিন ছয়ে ১২৭ রানের ইনিংসটি খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন ওলিয়ুল।

চলতি লিগে কলাবাগানের হয়ে এই নিয়ে তিনটি সেঞ্চুরি করেন আশরাফুল। সবমিলিয়ে ১১ ম্যাচে তিন সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরিতে ৪৬০ রান করেছেন তিনি।

মোহামেডানের পক্ষে  বোলিংয়ে দুর্দান্ত ছিলেন কয়েকদিন আগে অ-১৯ বিশ্বকাপ কাঁপানো কাজী অনিক। আজ দলের পক্ষে ৮.৫ ওভার বল করে ৪৯ রান দিয়ে নেন ৬ উইকেট।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ৩:৪৫ অপরাহ্ণ