স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে দুই টি-টুয়েন্টির সিরিজ খেলা হয়নি। খেলতে পারেননি শ্রীলঙ্কায় মাত্র শেষ হওয়া নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচেও। কারণটা জানুয়ারি মাসে পাওয়া চোট। সেরে উঠে কলম্বোর তিনজাতি টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে খেললেন বটে কিন্তু সাকিবকে মাঝের না খেলার জন্য বিশ্ব র্যাঙ্কিংয়ে মূল্য দিতে হলো। কিছুদিন আগে টি-টুয়েন্টি বিশ্বসেরা অল রাউন্ডার দুইয়ে নেমে গিয়েছিলেন। শ্রীলঙ্কার টুর্নামেন্ট শেষে প্রকাশিত আইসিসি র্যাঙ্কিং বলছে, এবার দুই থেকে তিনে নেমে গেছেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিং-বোলিং র্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে তার।
সাকিবকে দুই নম্বরে নামিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার পয়েন্ট ৩৮৯। দুই নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অল রাউন্ডার মোহাম্মদ নবী। সাকিবের চেয়ে এখন ৫ পয়েন্ট বেশি তার। নবীর পয়েন্ট ২৯২। সাকিবের ২৮৭। চারে আছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস (২৩৯), পাঁচে দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি (২৩৫)।
শ্রীলঙ্কায় দুই ম্যাচে বোলিংয়ে বেশ আলোকিত থাকলেও ব্যাটে ব্যর্থতাই দেখা গেছে। এই দুই বিভাগেও অবনমন হয়েছে তার। ব্যাটসম্যানদের বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনি ৩৮ নম্বর থেকে ৪৫ নম্বরে নেমে গেছেন। আর বোলারদের বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই ধাপ নেমে জায়গা হয়েছে ১২ নম্বরে।
সূত্র : আইসিসি।
দৈনিক দেশজনতা/এন এইচ