১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

দিতি স্মরণে শিল্পী সমিতিতে দোয়া মাহফিল

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। ‘হীরামতি’, ‘দুই জীবন’, ‘লেডি ইন্সপেক্টর’, ‘খুনের বদলা’, ‘আজকের হাঙ্গামা’, ‘চরম আঘাত’, ‘স্বামী-স্ত্রী’, ‘কালিয়া’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে একসময় দর্শক মাতিয়েছেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ২০১৬ সালের ২০ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান নন্দিত এই অভিনেত্রী। আজ মঙ্গলবার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্মরণ করবে দিতিকে। আজ বাদ আসর শিল্পী সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘দিতি আপা একজন গুণী শিল্পী ছিলেন। তার চলে যাওয়া আমাদের চলচ্চিত্রে অনেক ক্ষতি হয়েছে। তাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাকে স্মরণ করতে আজ শিল্পী সমিতিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। দোয়া করি, তিনি যেন জান্নাতবাসী হন।’ দীর্ঘ তিন মাস ক্যান্সারের চিকিৎসার পর ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতাল থেকে ২০১৫ সালের ৮ জানুয়ারি অসুস্থতা নিয়েই দেশে ফিরেছিলেন অভিনেত্রী দিতি। ওই দিনই তাকে ভর্তি করানো হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। আজকের এই দিনে তিনি  শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৬৫ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্ম গ্রহণ করেন দিতি। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি।

দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। এটি পরিচালনা করেন আজমল হুদা মিঠু। এরপর প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন দিতি। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ সিনেমায় তিনি চিত্রনায়ক আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এ সিনেমায় অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মৃত্যুর আগ পর্যন্ত দিতি ছোট পর্দার কিছু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এ ছাড়া তিনি রান্নাবিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ২:২০ অপরাহ্ণ