১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গাবতলীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাদশা মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন হানিফ (৪২) নামে আরও একজন। মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে দারুসালাম-গাবতলী বাসস্ট্যান্ডের দারুসসালাম চেকপোস্টে কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, হতাহতরা ডাকাত দলের সদস্য।

র‌্যাব-১০-এর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে ঢামেকে নিয়ে আসা হয়। ভোর সাড়ে ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। গুলিবিদ্ধ হানিফকে সেখানেই চিকিৎসাধীন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ১০:২২ পূর্বাহ্ণ