২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১১

বিয়ে বিচ্ছেদ বাড়ছে যেসব কারণে

লাইফ স্টাইল ডেস্ক:

সম্প্রতি সময়ে বেড়েছে বিয়ে বিচ্ছেদ।ভেবে দেখেছেন কি অহরঅহর বিচ্ছেদের কারণ। হ্যাঁ, বিভিন্ন কারণে বিচ্ছেদ ঘটতে পারে। স্বামী -স্ত্রী দাম্পত্য জীবন যখন এক ছাদের নিচে একবারেই অসম্ভব হয়ে উঠে তখন আসে বিচ্ছেদের কথা। নারী-পুরুষের জীবনকে সুখকর করতে যেমন বিবাহের ব্যবস্থা রয়েছে তেমই অসুখী দাম্পত্য জীবন থেকে দিতে রয়েছে বিচ্ছেদ।

মেলবন্ধন কমে যাওয়া, যোগাযোগের অভাব, ব্যস্ততাসহ নানা কারণে বিচ্ছেদের হার বাড়ছে। অনেকেই মনের ভালোবাসার চেয়ে বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটছেন। অনেকেই আবার শুধু সামাজিকতা রক্ষার্থে সম্পর্কে জড়ায়।

সময় না দেয়া

সংসারে স্বামী-স্ত্রী দুজনই তাদের স্বপ্নপূরণের জন্য সফলতার পেছনে ছুটে বেড়ান।স্বপ্নপূরণ করতে গিয়ে কেউ তেমন সময় দিতে পারেন না।জীবন অনেক ব্যস্ততাপূর্ণ হয়ে ওঠে। সাফল্যের পেছনে ছুটতে গিয়ে ভালো সম্পর্কের অগ্রাধিকার কমে যায়।

উপেক্ষা করা

সংসার জীবনে স্বামী-স্ত্রী যদি একে অন্যকে সময় না দেন, অবহেলা ও উপেক্ষা করেন, অন্য কারো সাথে তুলনা করেন। সে ক্ষেত্রে পরিনত হতে পারে বিচ্ছেদ।

অন্যের সঙ্গে ঘনিষ্ঠতা

বাইরে কাজ করার কারণে অনেক আকর্ষণীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। তাই অনেক ক্ষেত্রে নিজ সঙ্গীকে ভুলে অন্য সম্পর্কে লিপ্ত হয়।

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি এখন বিচ্ছেদের অন্যতম কারণ। নিজের ফ্রি সময়টুকু নিজের সঙ্গীকে দেওয়া প্রয়োজন। ফেসবুক, মোবাইল, কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে। ফলে ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব বাড়ে।

অন্যের সঙ্গে তুলনা

সঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা করা ঠিক নয়। তুলনা করা হলে সঙ্গীর মনে আপনার প্রতি বিরূপ ধারণা জন্মাতে থাকে। এর পরিণতি বিচ্ছেদে রূপ নিতে পারে।

পরকীয়া

সাম্প্রতিক সময়ে বেড়ে পরকীয়া।এই পরকীয়ার কারণে অনেকের সংসার ভেঙে যাচ্ছে। তাই নিজের সব সময় নিজের সঙ্গীর খোঁজ নিন তার সঙ্গে ভাল ব্যবহার করুন।

স্ত্রীর বন্ধ্যত্ব

অনেকে স্ত্রীর বন্ধ্যাত্বর কারণে বিচ্ছেদ ঘটিয়ে থাকেন। তবেএ ক্ষেত্রে স্ত্রী সব সময় বিপাকে থাকেন। তার তেমন কিছুই করার থাকে না।

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ১১:৫২ পূর্বাহ্ণ