১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

বন্ধু না প্রেমিক বুঝবেন যেভাবে

লাইফ স্টাইল ডেস্ক:

অচেনা মানুষ একসাথে চলার কারণে অনেক সময় ঘনিষ্ট বন্ধু হয়ে ওঠে। আবার চলার পথে একসঙ্গে চলতে চলতে ঘনিষ্ট বন্ধু হয়ে যায় প্রেমিক। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না প্রিয় মানুষটি আপনার বন্ধু না প্রেমিক আপনার মনে হতে পারে বন্ধুত্ব নাকি প্রেম, তা নিয়ে অনেক সময় মনের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়।

আপনার প্রতি মনোযোগী

কেউ যদি আপনা প্রতি বেশি আগ্রহী হন, যেকোনো প্রয়োজন পূরণে সব সময় সোচ্চার । তবেই বুঝতে হবে তিনি আপনাকে ভালবাসেন।

যোগাযোগ রাখা

যিনি আপনাকে ভালবাসেন তিনি নিয়মিত ফোনে আপনার সকাল থেকে প্রায় সারা দিনের খোঁজ নেবেন। ফোন করলে যদি অপর সারা পান তবে বুঝতে হবে তিনি আপনার প্রেমে পড়েছে।

সম্পর্ক সচেতন

যিনি শুধু ঘুরতে কিংবা সময় কাটাতে পছন্দ করেন নাকি ভবিষ্যৎ নিয়েও সচেতন। ভবিষ্যৎ পরিকল্পনা না থাকলে বুঝতে হবে তিনি শুধু আপনার বন্ধু।

মনের কথা বুঝতে পারা

আপনার সঙ্গী কি আপনার মনের কথা বুঝতে পারে। আপনার যদি মন খারাপ হয় আর সঙ্গী যদি তা বুঝতে পারে তবে বুঝতে হবে তিনি আপনাকে ভালোবাসেন। আর যদি আপনার কী পছন্দ, কী অপছন্দ এসব যদি তিনি বুঝতে পারেন, তাহলে তাকে প্রেমিক বললে ভুল হবে না।

ভুলত্রুটি

সঙ্গী যদি আপনার মন্দ দিকগুলো মেনে নিয়ে আপনার সঙ্গে থাকেন, তাহলে বুঝবেন তিনি আপনার প্রেমে পড়েছেন।

অসুস্থ থাকলে বুঝতে পারা

কেউ যদি আপনাকে ভালোবাসেন তবে বুঝতে হবে তিনি আপনার প্রেমে পড়েছেন। আপনার অসুস্থতা ঠিক তার মনে জানান দেবে।

 

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ১১:৪৮ পূর্বাহ্ণ