২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৩৫

ইসলামে নারী-পুরুষ পার্থক্য নেই: সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক:

মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দুই দেশেরই প্রতিপক্ষ ইরানকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে তাদের আলোচনার এজেন্ডায়। এছাড়া সৌদি সমাজের চলমান পরিবর্তন, ইয়েমেন যুদ্ধ ও কাতারের সঙ্গে বৈরিতা নিয়েও তার সঙ্গে কথা বলবেন ৩২ বছর বয়সী এই যুবরাজ।

এ নিয়ে মার্কিন গণমাধ্যম সিবিএস’র সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ বিন সালমান। নারী অধিকারের ক্ষেত্রে সম্প্রতি বেশকিছু পরিবর্তন এনেছে সৌদি আরব। কর্মক্ষেত্রে অংশগ্রহণসহ নারীর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পোশাকের ব্যাপারেও নীতি শিথিল করেছে দেশটি। তবে এসব কাজের জন্য পুরুষের অনুমোদনের বিধানটি আগের জায়গায়ই আছে। মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমাদের এখানে এমন কট্টরপন্থি আছে, যারা দুই লিঙ্গের মানুষের মেলামেশাকে নিষিদ্ধ মনে করে এবং নারী ও পুরুষের মধ্যে পার্থক্য করে। তাদের অনেক ধারণাই আমাদের মহানবীর জীবনধারার সঙ্গে সাংঘর্ষিক।’ তিনি আরো বলেন, ‘আমরা সবাই মানুষ এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই।’

এই সৌদি যুবরাজের মতে, তার দেশ বিভিন্ন সময়ে ‘রক্ষণশীল ইসলাম’ দ্বারা চালিত হয়েছে। এজন্য ১৯৭৯ সালের ইরান বিপ্লব ও মক্কায় কাবা শরিফ দখল চেষ্টার ঘটনাকে দায়ী করেন তিনি।

বর্তমান সৌদি আরব প্রকৃত সৌদি আরব নয় বলেও দাবি করেন মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ‘আপনারা গুগলে ষাট ও সত্তর দশকের সৌদি আরব লিখে সার্চ দিন। তাহলেই দেখতে পাবেন প্রকৃত সৌদি আরব কেমন ছিল।’

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ