স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে নামার আগে মাইলফলক থেকে ৪ রান পেছনে ছিলেন মাহমুদউল্লাহ। এই ম্যাচে সেই রান তুলে হাজারি ক্লাবে প্রবেশ করতে সক্ষম হন তিনি।
এর আগে চলতি সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচে ২৮ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক হাজার রান পূর্ণ করেন তিনি। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে ১ হাজার রান পূর্ণ করেছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

