২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৩০

দলের বোলিং-ফিল্ডিং নিয়ে গর্বিত সাকিব

স্পোর্টস ডেস্ক:

সৌম্য এবং মুস্তাফিজের শেষ সময়ের স্পেলই আমাদের ম্যাচে ফিরিয়েছে। রুবেল প্রথম ৩ ওভারে খুব ভালো বল করেছে। সবাই ভালো করেছে। কাউকে দোষ আমি দিতে পারবো না। হয়ত দু’টি ওভার খারাপ হয়েছে পুরো ম্যাচে, মিরাজের একটি, আর রুবেলের ওই ওভার। এটা হতেই পারে টি-টোয়েন্টি ম্যাচে। আমি শুধু বলতে পারি, আমি পুরো দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে গর্বিত।’ -বলছিলেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার (১৮ মার্চ) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ফাইনালে ইনিংসের শেষ বলে ভারতের কাছে শিরোপা স্বপ্ন ভঙের পর  সংবাদ সম্মেলনে এসে একথা বলেন। ১৬৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য জিততে শেষ ২ ওভারে ৩৪ রানের প্রয়োজন ছিল ভারতের। ঠিক তখনই অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষে বলে ৬ মেরে দলকে জিতিয়েছেন দিনেশ কার্তিক। ১৯তম ওভারে রুবেলের বোলিংয়ে নিয়েছেন ২২ রান। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। তাও নিয়েছেন।

সংবাদ সম্মেলনে এসময় প্রসঙ্গক্রমে উঠে আসে রুবেলকে ১৯তম ওভার বোলিংয়ে আনার বিষয়টি। যার ব্যাখ্যায় সাকিব বলেন- ‘মুস্তাফিজ সেই অসাধারণ ওভারটি করার পর, ২ ওভারে ওদের ৩৪ দরকার ছিল। রুবেল আজ ছিল তখনও পর্যন্ত আমাদের সেরা বোলার। ৩ ওভার দুর্দান্ত বোলিং করেছিল। মাত্র ১৩ রান দিয়েছিল। ওর ওপর আমার বিশ্বাস ছিল। অনেকবারই শেষের দিকে দলের জন্য কাজটা করে দিয়েছে ও।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ভেবেছিলাম যে রুবেল বাজে বল করলেও হয়ত ১৫ রান দেবে। শেষ ওভারে সৌম্যর জন্য ২০ রান থাকবে, হয়ত বেশ আত্মবিশ্বাসী থাকবে। এজন্যই রুবেলকে ১৯তম ওভারে এনেছিলাম। আজ হয়নি।’

এদিকে অনিয়মিত হয়েও সৌম্য যেভাবে বোলিং করেছেন, তাতে রীতিমত মুগ্ধ এই টাইগার দলপতি। ‘আমার দিক থেকে কোনো নির্দেশনা ছিল না। এসব মুহূর্তে আমি মনে করি কিছু না বলাই ভালো। আমি শুধু ওকে বলেছিলাম, একটু সময় নিতে। কারণ তাড়াহুড়ো করলে যেটা করার কথা সেটা করা হয়ে ওঠে না। সময় নিতে বলেছিলাম। আজকে দিনে ওর যে ৩ ওভার, অনেক দিনে অনেকের চার ওভারের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ১১:৩৩ পূর্বাহ্ণ