১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

রাজনীতিতে আপত্তি নেই কঙ্গনার

বিনোদন ডেস্ক:

তিনি সব সময়ই ব্যতিক্রমী। কখনও কখনও বিতর্কিতও বটে। তবে এবার কি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত? ইঙ্গিত তো তেমনই দিচ্ছেন। রাজনীতির ময়দানে পা রাখতে পারেন তিনি। জীবনে সাফল্যের জন্য একজন রোল মডেল থাকা খুব প্রয়োজন। কঙ্গনা রনাউতের জীবনে সেই রোল মডেল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার নয়াদিল্লিতে এক আলোচনা সভায় এ কথা শেয়ার করলেন তিনি নিজেই। কঙ্গনা বলেন, আমার মনে হয় রাজনীতি একটা অসাধারণ ক্ষেত্র। যদিও অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। কিন্তু রাজনীতিবিদদের ফ্যাশন সেন্স আমার একেবারেই পছন্দ হয় না। আমি যে ভাবে পোশাক পরি, কথা বলি, তাতে মনে হয় না কোনও দল আমাকে নেবে। ফ্যাশন সেন্স পরিবর্তন না করে রাজনীতি করতে আমার কোনও আপত্তি নেই। কঙ্গনা জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরাগী।

যে ভাবে চা বিক্রেতা থেকে আজ মোদী প্রধানমন্ত্রীর আসনে তা তিনি সম্মান করেন। একজন যুবতী হিসেবে তিনি সবসময় নিজের উন্নতি চান। আর তা সম্ভব দেশের উন্নতি হলে। প্রকাশ্যে কঙ্গনার মুখে মোদীর এত প্রশংসা শুনে বলি মহলের একটা বড় অংশের মনে হচ্ছে, নায়িকা রাজনীতিতে প্রবেশ করলে তা খুব একটা আশ্চর্যের হবে না। বলিউড ইন্ডাস্ট্রি থেকে বহু তারকা এর আগে রাজনীতির ইনিংস শুরু করেছেন। কঙ্গনাও কি সেই পথেই হাটবেন? সরাসরি উত্তর না দিলেও কঙ্গনার বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট।

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ১১:২৮ পূর্বাহ্ণ