স্পোর্টস ডেস্ক:
লা লিগায় প্রতিপক্ষ জিরোনাকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো চার গোল করেন। এছাড়াও গোলের দেখা পেয়েছেন গ্যারেথ বেল ও লুকাস ভাসকেজ।
এদিন ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের বাড়ানো বলে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। ২৩তম মিনিটে জালে বল পাঠান লুকাস ভাসকেস। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি। টিভি রিপ্লেতে অবশ্য দেখা যায়, অনসাইডে ছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড। ২৯ মিনিটে স্টুয়ানির গোলে সমতায় ফেরে জিরোনা। প্রথমার্ধে স্কোরলাইন ১-১ রেখেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর শুরুতেই (৪৮ মিনিট) রিয়ালকে আবার এগিয়ে দেন রোনালদো। ৫৮ মিনিটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন ভাসকেজ।
ছয় মিনিট পরই অর্থ্যাৎ ম্যাচের ৬৪ মিনিটে আসেনসিওর ছোট পাস ধরে বেনজেমার নেয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।কিন্তু বল হাতে রাখতে পারেননি। আলগা বল পেয়ে অনায়াসে হ্যাটট্রিক পূরণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ক্লাব ও জাতীয় দলের ক্যারিয়ারে এটি রোনালদোর ৫০তম হ্যাটট্রিক। ৬৮ মিনিটে স্টুয়ানির দ্বিতীয় গোলে ব্যবধান কমায় অতিথিরা। কিন্তু ৮৬ মিনিটে রিয়ালকে ৫-২ গোলে এগিয়ে দেন বেল। ৮৮ মিনিটে জিরোনার হয়ে আরেকটি গোল শোধ করেন হুয়ানপি। কিন্তু যোগ করা সময়ে রোনালদো পূর্ণ করেন তার চতুর্থ গোল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
এই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
দৈনিকদেশজনতা/ আই সি