বিনোদন ডেস্ক:
সেই মুক্তিযুদ্ধের সময়কার অনেককিছুই চাইলেও ভুলে থাকা যায় না। যারা ১৯৭১ এর ভয়াবহ দিনগুলোকে দেখেছেন, ভোগ করেছেন দিনযাপনে তারা কেউই পারেন না। স্বাধীনতা দিবসকে সামনে রেখে নতুন একটি নাটক নির্মিত হয়েছে। নাটকের নাম ‘তোমার ভয় নেই মা’। এখানেও সেইসব ভয়াবহ দিনের স্মৃতি বয়ে বেড়ানোর চিত্র ফুটে উঠতে দেখা যাবে।
একটি মুক্তিযোদ্ধা পরিবারকে কেন্দ্র করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একটি বিশেষ দিক দেখানো হবে নাটকে। ১৯৭১ থেকে ২০১৮ অনেকটা সময়। কিন্তু সেই ৭১’এর কিছু স্মৃতি বয়ে বেড়াচ্ছেন একজন নারী। আর সেই নারীর ভূমিকায় এবার দেখা যাবে শবনম ফারিয়াকে। এই নাটকে ফারিয়ার বিপরীতে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।
শবনম ফারিয়া বললেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্পের নাটক এটি। একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। কাজ করে তৃপ্তি পেয়েছি। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’
নাটকটি স্বাধীনতা দিবস ২৬ মার্চ রাতে বাংলাভিশন চ্যানেলে প্রচার হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ