১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

পরবর্তী শ্রীদেবী হচ্ছেন বিদ্যা

বিনোদন ডেস্ক:

শচীন, মহেন্দ্র সিং ধোনি কিংবা সিল্ক স্মিতার পর এবার শ্রীদেবীর বায়োপিক তৈরির পরিকল্পনা করছেন পরিচালক হনশল মেহতা। বলিউডের প্রথম সুপারস্টারের বায়োপিক তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেত্রী বিদ্যা বালানকে। তবে বিদ্যার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

হনশল মেহতা জানান, শ্রীদেবীর মতো বলিউডে আর কখনও দ্বিতীয় কোনও অভিনেত্রী আসবেন না। আর সেই কারণেই এবার শ্রীদেবীর বায়োপিক তৈরি কররার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীদেবীর হাসি, শ্রীদেবীর নাচ, শ্রীদেবীর অভিনয়, সব কিছুকে নিখুতভাবে ফুটিয়ে তুলতেই, তাকে সম্মান জানিয়ে  বলিউডের প্রথম নারী সুপারস্টারের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মিস্টার ইন্ডিয়া থেকে শুরু করে, সদমা, নাগিনা, চালবাজ, মম, ইংলিশ ভিংলিশ সহ একাধিক সিনেমায় অভিনয় করেন শ্রীদেবী। এবার শ্রী-এর সব আইকনিক চরিত্র কেমন করে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন বিদ্যা বালান, এবার সেটাই দেখার।

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ১০:৪৫ পূর্বাহ্ণ