আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে পাকিস্তানি কূটনীতিকদের হেনস্তার প্রতিবাদে দিল্লিতে বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিওর সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। আগামী ১৯-২০ মার্চ দিল্লিতে সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তানসহ ৫০ দেশের বাণিজ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
ওই সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী পারভেজ মালিক আমন্ত্রণ কবুল করে সম্মেলনে যোগ দেয়ার প্রাথমিক সম্মমিতও জানান। কিন্তু শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কূটনীতিকদের হেনস্তার প্রতিবাদে ডব্লিউটিওর সম্মেলন বয়কটের সিদ্ধান্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা বাণিজ্যমন্ত্রীকে ভারতে পাঠাতে রাজি নই। ভারতকে বিষয়টি জানানো হয়েছে।’একই দিন কাশ্মীর সমস্যা নিয়েও ভারতের সমালোচনা করে পাকিস্তান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘যুদ্ধবিরতি ভেঙে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতকে বারবার গুলি চালানো বন্ধ করতে হবে। কাশ্মীর সমস্যা ঘিরে দুই দেশের সম্পর্কে জটিলতা কিছু কম ছিল না। কিন্তু গত এক মাসে কূটনীতিক হেনস্তার বিষয়টিকে কেন্দ্র করে তিক্ততা আরও বেড়েছে।
দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের হেনস্তা করা হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ তুলে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করে এর প্রতিবাদ জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা অভিযোগ তুলে ভারত দাবি করে, ইসলামাবাদে কর্মরত ভারতীয় কূটনীতিকরাও একইভাবে হেনস্তার শিকার বলে দাবি করা হয়।
দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে গত কয় দিনে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভারতে পাকিস্তানি কূটনীতিকদের হেনস্তার প্রতিবাদে দিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনার সোহেল মাহমুদকে প্রত্যাহার করেছে ইসলামাবাদ। শুক্রবার তিনি পাকিস্তানে পৌঁছেছেন।
দৈনিকদেশজনতা/ আই সি