১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৪৫

এনা একজন অসৎ অভিনেত্রী: হৃষিকেশ

দৈনিক দেশজনতা ডেস্ক:

বায়োপিক বানাতে উঠে পড়ে লেগেছে টালিউড থেকে বলিউড। সম্প্রতি বহু ক্রিকেটার বহু তারকাকে নিয়ে বানানো হয়েছে বায়পিক। সে রকমই এক নারী ফুটবলারের জীবন নিয়ে তৈরি হচ্ছে বাংলা ছবি কুসুমিতার গল্প।

কলকাতা ২৪ পত্রিকা সূত্রে জানা যায়, কুসুমিতার চরিত্রে অভিনয় করার কথা ছিল এনা সাহার। কিন্তু অভিনয় করেননি তিনি। শোনা যাচ্ছিল, ছবির শুটিং শুরু হওয়ার সময় এনা নাকি জানিয়ে দেন, তিনি ছবিটি করবেন না। তার বদলে কুসুমিতার চরিত্রে নেওয়া হয় উষসী চক্রবর্তীকে। কিন্তু কেন অভিনয় করলেন না এনা? তা আগে জানা যায়নি। শারীরিক অসুস্থতাকে সামনে এনেছিলেন এনা। কিন্তু শনিবার এ বিষয়ে মুখ খুললেন ছবির পরিচালক হৃষিকেশ মণ্ডল।

তিনি বলেন, ‘ছবিটি তৈরির পরিকল্পনার সময় থেকে এনাকে কুসুমিতার চরিত্রে অভিনয়ের জন্য বলা হয়েছিল। তিনি রাজিও হয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেন।’  হৃষিকেশ আরো বলেন, ‘এনা একজন অসৎ অভিনেত্রী। ছবির প্রথম থেকে তিনি খুব উৎসাহ দেখিয়েছিলেন। কিন্তু হাতে দক্ষিণের একটি ছবি আসায় চুক্তি ভেঙে কুসুমিতার গল্প থেকে মুখ ঘুরিয়ে নেন।’  কুসুমিতার গল্প। ফুটবলার কুসুমিতার জীবনের টানাপোড়েন, চাওয়া-পাওয়া, আশা-নিরাশা নিয়ে তৈরি ছবিটিতে ঊষসীর সঙ্গে দেখা যাবে ফুটবলার শিল্টন পালকে।

এটিই প্রথম ছবি শিল্টনের। ছবিতে সংগীত পরিচালনা করছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। তার পরিচালনায় ৪টি গান থাকছে। সবগুলো ভিন্ন স্বাদের। গানে কণ্ঠ দিয়েছেন সুরজিৎ, উপল সেনগুপ্ত, লগ্নজিতা ও প্রশমিতা। এ ছাড়াও সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল-এই গানটিকে রিক্রিয়েট করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএম

 

প্রকাশ :মে ২৮, ২০১৭ ২:০৩ অপরাহ্ণ