১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

কোচ পদে কুম্বলের প্রতিদ্বন্দ্বী হতে পারে শেবাগ!

দৈনিক দেশজনতা ডেস্ক:

বীরেন্দর শেবাগ আর অনীল কুম্বলে একসময় ভারত দলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। দুজনের মধ্যে বোঝাপড়াও খুব ভালো। তবে এখন পরিস্থিতি যা তাতে কুম্বলের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন শেবাগ। সেটি আবার ভারত দলের প্রধান কোচের পদের প্রতিদ্বন্দ্বিতা! ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসে এমনই এক খবর বেরিয়েছে রোববার। তারা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শেবাগকে ভারত দলের প্রধান কোচের পদের জন্য আবেদন করতে বলেছে।গেল বছর কুম্বলে ১২ মাসের চুক্তিতে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন। এরপর বিরাট কোহলির নেতৃত্বে বিশেষ করে টেস্টে অসাধারণ পারফরম্যান্স তাদের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর চুক্তি শেষ হচ্ছে কুম্বলের। নতুন কোচ চেয়ে এর মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। ৩০ মের মধ্যে আবেদন করতে হবে। কুম্বলে স্বয়ংক্রিয়ভাবে বিবেচিত হবেন বলে তাকে আবেদন করতে হবে না।  তো এর মধ্যে খবর এবারের মৌসুমের আইপিএলের শেষটায় শেবাগকে ভারত বোর্ডের পক্ষ থেকে এই কোচের পদের জন্য আবেদন করার অনুরোধ করে রাখা হয়েছে। সাবেক ওই ওপেনিং ব্যাটসম্যানের প্রসঙ্গ টেনে বিসিসিআই এর একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আইপিএলের সময় আমরা শেবাগের সাথে যোগাযোগ করেছিলাম। ভারত কোচের পদের জন্য তাকে আবেদন করার অনুরোধ করেছি। তবে সে একা তো আর আবেদন করবে না, আরো অনেক সাবেক খেলোয়াড় আবেদন করবে।’  কিন্তু কুম্বলের আবার কোচ হওয়ার সম্ভাবনা কতোটা? এই প্রশ্ন আসছে। কারণ, বিসিসিআই বিজ্ঞপ্তি দেওয়ার আগে কুম্বলেকে আরো বড় দায়িত্ব দিয়ে রাহুল দ্রাবিড়কে প্রধান কোচ করার কথা শোনা যাচ্ছিল। তবে কুম্বলে সেই অবস্থায় দলের সাথে অভিভাবকের ভূমিকায় থাকতেন। শোনা যায়, নিজের বেতন অনেক বাড়িয়ে নেওয়ার দাবি তোলায় কুম্বলেকে পছন্দ হচ্ছে না বোর্ডের। আর এবার তারা এক বছরের চুক্তি করবে না। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেবে নতুন কোচকে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৮, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ