১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

সুইজারল্যান্ড যাচ্ছে ‘টু বি কন্টিনিউড

বিনোদন ডেস্ক:

ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ফি-ফগ’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।  আগামী ২১ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে উৎসবটির ১৩তম আসর।

নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি বলেন, ‘চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম থেকে পাঠানো হয়েছে উৎসবে। প্রথম চলচ্চিত্র প্রথম সন্তানের মতোই। যাক ঘুরে আসুক আন্তর্জাতিক উৎসবে। দেশের জন্য সুনাম বয়ে আনলে এটি হবে গৌরবের।’

গতবছর ঈদ উল ফিতরে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পাশাপাশি দেশের কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় ‘টু বি কন্টিনিউড’।

‘টু বি কন্টিনিউড’-এ পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন তাহসান। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, মিশু সাব্বির, অপর্ণা, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ৯:০৫ অপরাহ্ণ