১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

শাহরুখ-কন্যা সুহানার ট্রল

বিনোদন ডেস্ক:

শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ইন্সটাগ্রামে মেয়ে সুহানার ছবি শেয়ার করেছেন। কিন্তু ট্রলাররা চুপ করে বসে নেই। তারা এই ছবি নিয়ে সুহানাকে ট্রল করতে শুরু করলেন। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।

সোশ্যাল মিডিয়ায় সুহানার পোশাক নিয়েই নেতিবাচক মন্তব্য করলেন ট্রলাররা। একজন তো বলেই বসলেন, এই মেয়েটির বাবা-মা কত ধনী। কিন্তু মেয়েকে রুচিশীল পোশাক পরাতে পারেননি। একজন লিখেছেন, সুহানা একেবারে তার বাবার মতো দেখতে, যেমনটা শাহরুখ অল্পবয়সে দেখতে ছিলেন। এই লুকে ওকে একেবারে ছেলের মতো লাগছে। সুহানার গাত্রবর্ণ নিয়েও কটাক্ষ করেছেন ওই ট্রলার। শেষমেশ তার অভিমত, সুহানা ততটা সুন্দরী নন।

উল্লেখ্য, সুহানার গালে তার বাবার মতোই টোল পড়ে। ইন্টারনেট দুনিয়া থেকে দূরেই থাকেন সুহানা। গৌরি যে ফটোশুটের ছবি শেয়ার করেছেন, সেই ফটোশুটের মাধ্যমে সুহানা ক্যামেরার মুখোমুখি হওয়া শিখছেন বলেই মনে করা হচ্ছে। জল্পনা শুরু হয়েছে যে, খুব তাড়াতাড়ি তিনি বলিউডে পা রাখতে চলেছেন।

নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না হলেও এই মাধ্যমে যথেষ্ট জনপ্রিয় শাহরুখ-তনয়া। তার যে কোনও ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তার কোনও ছবি প্রকাশ্যে এলেই অনুরাগীরা লাইক ও কমেন্ট করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় সুহানাকে নিয়ে আগ্রহের মধ্যেই ট্রলারদেরও দেখা যায়।

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১২:০৬ অপরাহ্ণ