১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

ফিটনেস নিয়ে সংশয় মেন্ডিসের

স্পোর্টস ডেস্ক:

স্বস্তিতে নেই শ্রীলংকা। নিদাহাস ট্রফিতে জয় দিয়ে শুরুটা করলেও এই মুহূর্তে রয়েছে হারের বৃত্তে। আগে থেকে চোটজর্জর দলটিতে এবার টপঅর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিসের ফিটনেস নিয়ে দেখা দিয়েছে সংশয়! সোমবার ভারতের বিপক্ষে ছয় উইকেটে হারের দিনে চোট পেয়েছেন মেন্ডিস। ডিপে ফিল্ডিং করতে গিয়ে বাজেভাবে চোট পান। তাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।

শ্রীলংকার টিম ম্যানেজার আশঙ্কা গুরুসিনহা জানিয়েছেন, মেন্ডিসের পেশিতে চোট রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনই মেন্ডিসকে নিয়ে কোনো তথ্য জানানো যাচ্ছে না। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বোঝা যাবে তার প্রকৃত অবস্থা।

অবশ্য শ্রীলংকা শিবিরে আশার খবর হচ্ছে, শুক্রবারের আগে কোনো ম্যাচ নেই শ্রীলংকার। তাই শুক্রবার বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে তাকে সুস্থ করে তুলতে চাইবে লংকানরা। ওয়েবসাইট।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ১২:১৬ অপরাহ্ণ