১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

সালমান-সোনমের জুটি

বিনোদন ডেস্ক :

জুটিবদ্ধ হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। জয়া ফ্যাক্টর সিনেমাতে একসঙ্গে দেখা যাবে তাদের। অনুজা চৌহানের ‘দ্য জয়া ফ্যাক্টর’ বই অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিনেমাটি প্রযোজনা করছে দ্য ফক্স স্টার স্টুডিওস এবং অ্যাডল্যাবস ফিল্মস। এক বিবৃতিতে ফক্স স্টুডিওসের চিফ ক্রিয়েটিভ অফিসার রুচা পাঠক বলেন, ‘জয়া ফ্যাক্টর সিনেমাটির জন্য অ্যাডল্যাবস ফিল্মসের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। সোনমের সঙ্গে আমাদের ফক্স স্টার স্টুডিওসের এটি তৃতীয় প্রজেক্ট। এর আগে আমাদের প্রেম রতন ধন পায়ো ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নীরজা’র মতো ব্লকবাস্টার সিনেমা রয়েছে। সোনমের পাশাপাশি দক্ষিণের সুপারস্টার দুলকার সালমানকে পেয়েও আমরা সমান উচ্ছ্বসিত।’

জয়া ফ্যাক্টর পরিচালনা করবেন তেরে বিন লাদেন সিনেমাখ্যাত অভিষেক শর্মা। সিনেমার গল্প তৈরি হয়েছে জয়া সোলাঙ্কি নামের একটি মেয়েকে কেন্দ্র করে। ১৯৮৩ সালে ভারত যখন ক্রিকেট বিশ্বকাপ জেতে তখন তার জন্ম। একটি অ্যাডভার্টাইজিং এজেন্সির কর্মকতা হওয়ায় কাজের জন্য তিনি ক্রিকেট টিমের সকল সদস্যের সঙ্গে দেখা করেন। পরবর্তী সময়ে তিনি টিমের জন্য সৌভাগ্যের প্রতীকে পরিণত হন। আগামী বছর এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সিনেমা প্রসঙ্গে পরিচালক অভিষেক বলেন, ‘রোমান্টিক-কমেডি, কুসংস্কার ও ভাগ্য সবমিলিয়ে ক্রিকেট। সিনেমা নির্মাণের জন্য এটি একটি অসাধারণ গল্প। বইটিতে অনেক স্তর ও চরিত্র রয়েছে। জয়া চরিত্রের জন্য প্রথমেই সোনমের নামটি আমার মাথায় এসেছে। অন্য দিকে ভারতীয় অধিনায়ক নিখিলের চরিত্রে অভিনয় করবেন দুলকার।’

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ৯:৫৭ পূর্বাহ্ণ