স্পোর্টস ডেস্ক:
আচরবিধি ভঙ্গের কারণে নিষেধাজ্ঞা পাওয়ায় চলমান অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলতে পারবেন না প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। গতকাল এমন নিষেধাজ্ঞা পেয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ রাবাদার। কিন্তু আজ সুসংবাদই পেলেন তিনি। আবারো আইসিসি র্যাংকিং-এ টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন রাবাদা। ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসনকে সরিয়ে শীর্ষে উঠেন রাবাদা। ।
বর্তমানে ৯০২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি খেলোয়াড় র্যাঙ্কিংয়ে টেস্ট ফরম্যাটে সেরা বোলারের জায়গাটি দখল করে রেখেছেন কাগিসো রাবাদা। ৮৮৭ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ৮৪৪ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।
সাদা পোশাকের ক্রিকেটে অলরাউন্ডারদের মধ্যে সেরা জায়গাটি দখল করে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪২১। ৩৯১ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রবীন্দ্র জাদেজা। ৩৬৮ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।পোর্ট এলিজাবেথ টেস্টে এবি ডি ভিলিয়ার্স প্রথম ইনিংসে খেলেছিলেন ১২৬ রানের বীরোচিত হার না মানা ইনিংস। তাতে ব্যাটসম্যানদের বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬ ধাপ লাফিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স ঢুকে পড়েছেন সেরা দশে। এখন তিনি সাত নম্বরে। আরেক প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা এক ধাপ এগিয়ে ৯ নম্বরে চলে এসেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ যথারীতি এক নম্বর জায়গা ধরে রেখেছেন। এরপর আছেন বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পুজারা। ৮ নম্বরে আজহার আলী আর ১০ নম্বরে আছেন অ্যালিস্টার কুক।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

