৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৩৩

সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শামীম জয়ী

গাইবান্ধা প্রতিবেদক:
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে জাপা মনোনীত প্রার্থী উপজেলা জাপার সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নজীর বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাপার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ৭৮ হাজার ৯২৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আফরুজা বারী পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট। এ ছাড়া এনপিপি প্রার্থী জিয়া জামান খান (আম)পেয়েছেন ৪১৭ ও গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলাম (মাছ) পেয়েছেন ৭১১ ভোট।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ৯:৩৭ অপরাহ্ণ