১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়বে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আর বেশিদিন সস্তায় জ্বালানি দেয়া যাবে না বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমাদের জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত থাকবে। তারপরও বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়বে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানিতে সবসময়ই ভর্তুকি ছিল। যে সরকারই আসুক এ ভর্তুকি বন্ধ করতে পারবে না। আগামী বাজেটে আমাদের এ ভর্তুকি অব্যাহত থাকবে।

অর্থমন্ত্রী বলেন, এখন আমরা জনগণকে যে দরে জ্বালানি দিচ্ছি তা আন্তর্জাতিক বাজার দরের চেয়ে কম। এজন্য প্রতিবছর ভর্তুকি দেয়া হয়।

তিনি বলেন, আগামী ২২ তারিখ (মার্চ) আমরা স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বের হয়ে আসার উৎসব করব। আমরা এখন মধ্য আয়ের দেশে যাব। এ মুহূর্তে নিউইয়র্কে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে। আশা করা যায়, আগামী ১৮ তারিখের (মার্চ) আগেই সে ঘোষণা আসবে। ২২ তারিখে (মার্চ) আমরা তা উদযাপন করব।

প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন , বাংলাদেশ এনার্জি রেগুলেটারি প্রতিষ্ঠান (বিইআরসি) স্বাধীন প্রতিষ্ঠান নয়। এটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, এটা সবার মনে রাখতে হবে। সরকার আইন করে এ প্রতিষ্ঠান সৃষ্টি করেছে। তবে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে থাকলেও তাদের লক্ষ্য-উদ্দেশ্য যেন যথাযথ বাস্তবায়ন করা যায়, সেটা লক্ষ রাখতে হবে।

 

এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বলা হয়, তাদের যে বাজেটের-ই সাপোর্ট হিসেবে ৪৫ হাজার কোটি টাকা সরকার ঋণ হিসেবে দেয়, সেটা যেন অনুদান হিসেবে দেয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস প্রমুখ। অনুষ্ঠানে জ্বালানি খাতের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইআরসির মেম্বার মিজানুর রহমান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ৯:২৯ অপরাহ্ণ