দৈনিক দেশজনতা ডেস্ক:
তৈলাক্ত ত্বকের জন্য সেরা প্যাক হতে পারে যেকোনও ক্লে-মাস্ক। ক্লে-মাস্ক ত্বক থেকে ধুলো-ময়লার পাশাপাশি বাড়তি তেল দূর করে। গরমে রোদ, ঘাম, ময়লা, সব মিলিয়ে ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। এ সময় একটু বাড়তি যত্ন না নিলে ত্বকের আরও বেশি ক্ষতি হতে পারে। রোজ দুই-তিন বার মুখ পরিষ্কার করা ছাড়াও সপ্তাহে অন্তত দু’দিন কোনও ফেস প্যাক ব্যবহার করা জরুরি। বিভিন্ন রকমের ক্লে-মাস্ক রয়েছে যেমন- সবুজ, কালো, গোলাপি, সাদা, ধূসর বা বাদামি। একেক রকম সমস্যার জন্য একেকটা কার্যকরী।
সবুজ ক্লে-মাস্ক: যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের জন্য এই মাস্ক দারুণ। ত্বকের খোলা কোষের ভেতর থেকে ধুলো-ময়লা টেনে বের করে ত্বক ঝকঝকে করে তোলে। ত্বকের বাড়তি তেল শুষে ফেলার জন্য সবুজ ক্লে-মাস্ক সেরা। বাজার থেকে বেটোনাইট ক্লে কিনে তার সঙ্গে টি-ট্রি এসেনশিয়াল অয়েল আর ওট্স মিশিয়ে বানাতে পারেন এই ধরনের ক্লে।
কালো ক্লে-মাস্ক: ধুলো, ময়লা সরিয়ে ত্বক পরিষ্কার করার ভালো উপায় কালো ক্লে-মাস্ক। যাদের ত্বকে ছোট ছোট ফুসকুড়ি বা ব্ল্যাকহেডস হয়, তারা এই ক্লে ব্যবহার করতে পারেন।
সাদা ক্লে-মাস্ক: ডিটক্স করার জন্য সাদা ক্লে-মাস্ক খুব ভালো। আমাজন থেকে বেটোনাইট পাউডার কিনে নিজেই বানিয়ে ফেলতে পারেন। সঙ্গে এসেনশিয়াল অয়েল আর কিছু বাড়তি ভিটামিন যোগ করতে হবে। ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে ফেলতে পারেন অথবা বডিশপের সিউইড আইকনিক ক্লে-মাস্কও লাগাতে পারেন।
বাদামি ক্লে-মাস্ক: মুলতানি মাটি, চন্দন আর গোলাপজল দিয়ে ক্লে-মাস্ক বানিয়ে বহুকাল ধরেই রূপচর্চা করে আসছেন বাঙালি নারীরা। কোনো অনুষ্ঠানের আগের রাতে এই মাস্কটা লাগিয়ে নিন। পরের দিন এর কার্যকারিতা দেখতে পাবেন।
যেভাবে লাগাবেন