১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

ফরিদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২০

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সরোয়ার নামে ১ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন।  রোববার সকালে উপজেলার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকালে লক্ষণদিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও হাফিজুর মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় সরোয়ার। সে ওই গ্রামের খাদিম মাতুব্বরের ছেলে। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :মে ২৮, ২০১৭ ১১:৫৫ পূর্বাহ্ণ