২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১০

বিএনপি নেতা আসলাম চৌধুরী জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী জামিন পেয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় কারাগারে বর্তমানে তিনি কারাগারে আছেন।রোববার (২৮ মে) আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। এর আগে ১৮ মে তাঁর জামিন প্রশ্নে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন দেন। ওই মামলায় আসলাম চৌধুরী জামিন চেয়ে আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। কেন তাঁকে জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এর ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন। আদালতে আসলামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সাকিব মাহবুব ও সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। গত বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। মামলায় আসলামের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়।
দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৮, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ