১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

বিসর্জন টু ছবিতে থাকছেন জয়া

বিনোদন ডেস্ক:

মুক্তির আগেই ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’। মুক্তির পর ফিল্মফেয়ার, জি সিনে অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার বগলদাবা করেন বাংলাদেশি নায়িকা। শোনা যাচ্ছে, নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়াল।

সম্প্রতি পরিচালক কৌশিক গাঙ্গুলিকে এ বিষয়ে প্রশ্ন করে কলকাতার আনন্দবাজার পত্রিকা। উত্তরে তিনি বলেন, “প্রযোজক (সুপর্ণকান্তি করাতি) আমাকে পাগল করে দিচ্ছে ‘বিসর্জন টু’ করার জন্য। কিন্তু আমার যা কমিটমেন্ট রয়েছে, এই মুহূর্তে তা সম্ভব নয়। গল্প কিন্তু আছে। আসলে ‘বিসর্জন’-এর প্রতি আমার গোটা টিমের এমন মায়া জন্মেছে যে, আমরা প্রায়ই আলোচনা করতাম ‘এমনটা হলে কেমন হতো!’ ওখান থেকেই গল্পটা তৈরি হয়েছে।”

অবধারিতভাবেই প্রশ্ন থেকে এসে যায়, ‘কাস্ট কি এক?’ কৌশিক বললেন, ‘একই থাকা উচিত।’ অর্থাৎ, ‘বিসর্জন’ সিক্যুয়াল তৈরি হলে নায়িকা হিসেবে জয়া আহসানই থাকছেন।

এদিকে কৌশিকের মতোই এ নায়িকার হাতে রয়েছে অনেকগুলো ঢাকা-কলকাতার সিনেমা। এখন দেখার বিষয় সিক্যুয়ালের জন্য পরিচালক ও নায়িকার সময় মেলে কি-না!

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ১০:৩৪ পূর্বাহ্ণ