১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

শিরোপার আরো কাছে ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক:

স্টোক সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে ম্যানচেস্টার সিটি। সোমবার অবনমন অঞ্চলের দলটিকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় সিটি। জোরালো শটে গোলটি করেন দাভিদ সিলভা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। ৩০ ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮১। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১। ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ১০:৩৫ পূর্বাহ্ণ