১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন পূজা

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী পূজা হেজ। ভারতের দক্ষিণী সিনেমাতেই বেশি দেখা যায় তাকে। তবে বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও এরই মধ্যে রূপ ও অভিনয় গুণে অনেক ভক্ত জুটিয়েছেন এ অভিনেত্রী। এবার প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

বর্তমানে সাহো সিনেমার শুটিং করছেন প্রভাস। এরপর আরো একটি সিনেমার কাজ শুরু করবেন। এতে দেখা যাবে প্রভাস-পূজা জুটিকে। এটি পরিচালনা করবেন রাধা কৃষ্ণ কুমার। আর সিনেমাটি প্রযোজনায় থাকছে ইউভি ক্রিয়েসন্স। সাহো সিনেমাটিতেও পূজার অভিনয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এতে শ্রদ্ধা কাপুরকে বেছে নেয়া হয়।

প্রেমের গল্প নিয়ে তেলেগু ও হিন্দি ভাষায় নির্মাণ হবে এখনো নাম ঠিক না হওয়া এই সিনেমাটি। চলতি বছরের মাঝামাঝিতে এর শুটিং শুরু হবে। আগামী বছর এটি মুক্তির কথা রয়েছে। প্রভাস ছাড়াও মহেশ বাবুর সঙ্গে বামসি পাদাইপালি পরিচালিত একটি সিনেমায় দেখা যাবে পূজাকে। ভারত আনে নেনু সিনেমার শুটিং শেষ করেই এর কাজ শুরু করবেন মহেশ। এ ছাড়া ত্রিবিক্রম পরিচালিত একটি সিনেমায় জুনিয়র এনটিআরের সঙ্গে দেখা যাবে এ অভিনেত্রীকে।

 

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ১০:২৫ পূর্বাহ্ণ