২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০০

নাসিরনগরে উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) শূন্য আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

জাতীয় সংসদের ২৪৩নং ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে ভোটার ২ লাখ ১৪ হাজার ৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪শ ১০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩ হাজার ৫শ ৯৯ জন। শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিজিবি, পুলিশ, আনসার ভিডিপিসহ ১৭শ ৭৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নে তিনটি করে ৩৯টি মোবাইল টিম, ২০ জন নিবার্হী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন। ৭৪ জন প্রিজাইডিং অফিসার, ৩৬৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭২৮ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

এ আসনে উপ-নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির প্রার্থী রেজুওয়ান আহমেদ এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী আবুল কাসেম মো. আশরাফুল হক।

উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এই সংসদীয় আসনটির পদ শূন্য হয়। তিনি এই নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ১০:২২ পূর্বাহ্ণ