বিনোদন ডেস্ক:
আমির খান-ক্যাটরিনা কাইফের ‘ঠগস অব হিন্দুস্তান’ নিয়ে আলোচনার শেষ নেই। প্রতিটি আপডেটই জানা চায় দর্শকের। জানা গেছে, সিনেমাটিতে ক্যাটরিনার করা অ্যাকশন দৃ্শ্য পছন্দ হয়নি আমিরের। আনন্দবাজার পত্রিকা জানায়, ছবিতে কয়েকটি কঠিন অ্যাকশন দৃশ্য করছেন ক্যাটরিনা। আছে আমিরের সঙ্গে নাচও। তবে ক্যাটরিনার অ্যাকশন দৃশ্য নাকি পছন্দ হয়নি আমিরের।
সাধে তো আমিরকে পারফেকশনিস্ট বলে না! পারফেক্ট না হলে তিনি হাল ছাড়েন না। আমিরের কথা মতোই ওই দৃশ্যগুলো আবারও শুট করতে হয়েছে ক্যাটকে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের মুখপাত্র এই খবরের সত্যতা অস্বীকার করেছেন।
এর আগে ‘ধুম টু’ ছবিতেও আমির-ক্যাটরিনার রিং ডান্স বেশ জনপ্রিয় হয়েছিল। ‘ঠগস অব হিন্দুস্তান’-এও দুজনকে ভিন্ন লুকে দেখা যাবে। নোজপিন ও কানে রিং পরেই আমির সব জায়গায় দর্শন দিচ্ছেন। আবার ‘টাইগার জিন্দা হ্যায়’তে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল ডি-গ্ল্যাম লুকেই।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

