স্পোর্টস ডেস্ক:
টানা তিন ম্যাচে হেরে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে যাওয়াটা এক প্রকার অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছিল হট ফেভারিট আফগানিস্তানের জন্য। শেষ ম্যাচে আফগানিস্তান নেপালকে হারিয়ে অপেক্ষায় ছিল নেপালের কাছে হংকং এর হারের। গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ সোমবার হংকংকে ৫ উইকেটে হারিয়েছে নেপাল। তাতে লাভ হয়েছে আফগানিস্তানের। হংকং ও নেপালকে পেছনে ফেলে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের সঙ্গে সুপার সিক্সে নাম লিখিয়েছে আফগানিস্তান।
সোমবার হংকং প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪০.৪ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নেপাল। নেপালের জয়ে ব্যাট হাতে সর্বোচ্চ অপরাজিত ৪৮ রান করেন রোহিত কুমার। অপরাজিত ৩৭টি রান করেন সম্পাল কামি। ২৬টি রান আসে অনিল শাহ’র ব্যাট থেকে। তার আগে হংকং এর ইনিংসে বল হাতে ধ্বস নামান সন্দীপ লামিছানে, করন কেসি ও বসন্ত রেগমি। লামিছানে ২টি, করন ও রেগমি ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন নেপালের রোহিত কুমার।
এই জয়ের ফলে নেপাল, হংকং ও আফগানিস্তানের সমান ২ পয়েন্ট করে হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় সুপার সিক্সে উঠেছে আফগানরা। এবার তারা সেরা দুটি দলের একটি হতে পারে কিনা দেখার বিষয়।
দৈনিকদেশজনতা/ আই সি