বিনোদন ডেস্ক :
এর আগে ‘অ্যা জেন্টলম্যান’ সিনেমার ‘চন্দ্রলেখা’গানের জন্য পোল ড্যান্স পর্যন্ত শিখেছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এবার মিক্স মার্শাল আর্ট শিখছেন তিনি। তবে এসবই করছেন তার অভিনীত পরবর্তী সিনেমা ‘রেস-থ্রি’-এর জন্য। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
জ্যাকলিনের ফিটনেস ট্রেইনার কুলদ্বীপ শশী বলেন, ‘জ্যাকলিনের শারীরিক গড়ন অনেকটা পালোয়ানদের মতো। এজন্য তাকে তৈরি করতে আলাদা কিছুর প্রয়োজন হচ্ছে না। চরিত্রের প্রয়োজনে জোরালভাবে তিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছেন। বিশেষ করে হাত ও পায়ের ব্যবহারের বিষয়ে মনোযোগ দেয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘অ্যাকশন দৃশ্যে জ্যাকলিনের অভিনয়ের চাহিদা দিন দিন বাড়ছে। সিনেমা সংশ্লিষ্টরা মার্শাল আর্টের সঠিক কৌশলটা চাচ্ছেন। কিন্তু জ্যাকলিন মার্শাল আর্টস সম্পর্কিত কোনো চরিত্রে আগে কাজ করেননি। মার্শাল আর্টের সঠিক কৌশলের প্রশিক্ষণ দেওয়াটাই এখন আমাদের লক্ষ্য।’
জ্যাকলিন ডায়েটেও পরিবর্তন এনেছেন। এ প্রসঙ্গে কুলদ্বীপ বলেন, ‘জ্যাকলিনের ডায়েটে অনেক পরিবর্তন আনা হয়েছে। প্রশিক্ষণ নেয়ার কারণে শরীর থেকে তার প্রচুর ক্যালরি ক্ষয় হচ্ছে এবং পরিমাণ মতো ক্যালরিযুক্ত খাবার দেয়া হচ্ছে।’ ‘রেস থ্রি’ সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জ্যাকলিন। বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি রেস। ২০০৮ সালে এর প্রথম সিনেমাটি মুক্তি পায়। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর প্রমুখ। এরপর ২০১৩ সালে মুক্তি পায় ‘রেস-টু’। সিনেমাটিতে অভিনয় করেন-সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, আমিশা প্যাটেল।
এদিকে ‘রেস-থ্রি’ মাধ্যমে এ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমায় প্রথম অভিনয় করছেন সালমান খান। সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডিসুজা ও প্রযোজনায় রয়েছেন রমেশ তাওরানি। এতে আরো অভিনয় করছেন-ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিম প্রমুখ। আগামী ১৫ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।