১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৩

কেন্দ্রীয় কারাগারে ছাত্রদল নেতা মিলনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আটক থাকা তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন (২৮) মারা গেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন।
গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানা পুলিশ জাকিরকে গ্রেফতার করে। তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
জাকিরের পরিবারের অভিযোগ, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তাকে মারধর করা হয়েছে। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে পরিবার।
তবে শাহবাগ থানার ওসি অাবুল হাসান বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর সুস্থ অবস্থায় তাকে অাদালতে পাঠানো হয়েছে। তার ওপর কোন নির্যাতন চালানো হয়নি।
দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১:২৮ অপরাহ্ণ