২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

ইসরাইল অবৈধভাবে ফেরত দিচ্ছেনা ফিলিস্তিনি লাশ

অনলাইন ডেস্ক :

প্রতিবাদ ও বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত আড়াই’শ ফিলিস্তিনির লাশ ফেরত দিচ্ছে না ইসরায়েল। গত তিরিশ বছর ধরে নিহত ফিলিস্তিনিদের স্বজনরা তাদের লাশ চেয়ে আসছে। আন্তর্জাতিক আইন লংঘন করে ইসরায়েল নিহত ফিলিস্তিনিদের লাশ ফেরত দিচ্ছে না। নিহতদের অধিকাংশই তরুণ কিংবা কিশোর। মিডিল ইস্ট মনিটর

ফিলিস্তিনিদের প্রথম প্রতিরোধ হিসেবে পরিচিত ইনতিফাদার সময় ২৪ জন ফিলিস্তিনি মারা যায়। ফিলিস্তিন প্রিজনার এ্যাফেয়ার্স কাউন্সিলের পরিচালক আবদেল নাসের ফেরওয়ানা এ প্রসঙ্গে বলেন, আইনগত ছাড়াও ধর্মীয় ও সামাজিক দৃষ্টিতে নিহতের লাশ স্বজনদের কাছে ফেরত না দেওয়া বড় ধরনের অপরাধ। ইসরায়েল এধরনের অপরাধ করছে নৈতিকদিক থেকে পরাজিত হয়েই। গত শতাব্দীর সত্তর, আশি ও নব্বই দশকে নিহত ফিলিস্তিনের লাশ আটকে রেখেছে ইসরায়েল। সর্বশেষ ২০১৫ সালে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে অনেক তরুণ ফিলিস্তিনি মারা যায় যাদের লাশও ফেরত দেয়নি ইসরায়েল।

নিহত ফিলিস্তিনিদের লাশ ফিরে পেতে আন্দোলনরত একটি সংগঠনের নেতা আমিন আল-বায়েদ জানান, বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের দায় অস্বীকারের জন্যেই এসব লাশ ফেরত দিচ্ছে না ইসরায়েল কিন্তু আমরা আমাদের স্বজনদের লাশের দাবি কখনো ছাড়ব না।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১:৩৫ অপরাহ্ণ