১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

৩০ মিলিয়নে বার্সায় আর্থার

স্পোর্টস ডেস্ক:

গ্রীষ্মের দলবদল শুরুর আগেই পছন্দের খেলোয়াড়দের দলে টানার প্রস্তুতি শুরু করেছে বার্সেলোনা। এবার মাঝমাঠে শক্তি বাড়াতে মনযোগী কাতালান ক্লাবটি। এজন্য গ্রেমিও মিডফিল্ডার স্টারলেট আর্থারকে দলে নিতে ৩০ মিলিয়ন ইউরোতে একমত হয়েছে ন্যু ক্যাম্পের ক্লাবটি। দীর্ঘ এক মাসের আলোচনার পর আর্থারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সা। তার এজেন্ট এ জন্য বেশ কয়েকবার বার্সার কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। আগামী মৌসুমের শুরুতেই মাঝমাঠে ইনিয়েস্তা-রাকিতিচদের সঙ্গে দেখা যেতে পারে তাকে।

তবে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতায় পৌঁছলেও ঠিক কবে চুক্তিতে সই করবেন বার্সা তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে সব ঠিক থাকলে জুলাইয়ে বার্সা শিবিরে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান এ তারকা। কাতালান ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি হতে পারে তার।

চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছে স্প্যানিশ লা লিগার শীর্ষ ক্লাব বার্সেলোনা। লিগে ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ক্লাবটি। এছাড়া চ্যাম্পিয়নস লিগেও শিরোপার দৌঁড়ে এগিয়ে চলছে দলটি। নিজেদের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতেই প্রতিভাবান নতুন তারকাদের নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১০:১১ পূর্বাহ্ণ