১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়ে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্বের লড়াইয়ে নামতে হয়েছে তাদের। জিম্বাবুয়ে চলমান বাছাইপর্বের লড়াইয়ে রবম্যান পাওয়েলের নায়োকচিত সেঞ্চুরিতে ভর করে বিশ্বকাপের বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত করেছে উইন্ডিজ। সুপার সিক্সে উঠার পথে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার আয়াল্যান্ডকে ৫২ রানে হারিয়েছে জেসন হোল্ডারের দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে রবম্যান পাওয়েলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রান তুলতেই অলআউট হয়েছে আয়ারল্যান্ড।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত বিদায় নেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রিস গেইল (১৪) ও লুইস (৯)। এরপর স্যামুয়েলস (২) ও হোপ (৭) করে আউট হয়েছেন। তবে ষষ্ঠ উইকেটে হোল্ডারকে সঙ্গে নিয়ে ১৮৬ রানের জুটি গড়েন পাওয়েল। হোল্ডার ৫৪ রান করে ফিরলেও পাওয়েল তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১০০ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১০১ রান করেন তিনি।

জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজ দুই পেসার কেমার রোচ ও কেসরিক উইলিয়ামসের বোলিংয়ে পথ হারায় আয়ারল্যান্ড। দলটির হয়ে এড জয়েসি সর্বোচ্চ ৬৩ রান করতে পেরেছেন। বল হাতে উইন্ডিজ বোলার কেমার রোচ ও কেসরিক উইলিয়ামস সমান ৪টি করে উইকেট নেন। এছাড়া ২টি উইকেট নেন অধিনায়ক জেসন হোল্ডার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১০:০৯ পূর্বাহ্ণ