১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন পিছিয়ে আজ ধার্য করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের নথি না আসায় রোববার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার আদেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে নথি আসার সময়সীমা শেষ হয়েছে বিষয়টি আদালতের নজরে আনলে আদালত জামিন বিষয়ে আদেশের জন্য রোববার (১১ মার্চ) দিন ধার্য করেছিলেন। এ মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালত কী আদেশ দেন, এতে তিনি কারামুক্ত হতে পারবেন কিনা তা জানতে সবাই আদালতের দিকে তাকিয়ে আছেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে লোয়ার কোর্ট রেকর্ড (এলসিআর) বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়। নথি হাইকোর্টে আসার ফলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ প্রদানের বিষয়টি সুগম হল।

রোববারের কার্যতালিকায় খালেদা জিয়ার জামিনের বিষয়টি এক নম্বরে ছিল। সকাল পৌনে ১১টায় শুরুতেই খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, বিচারিক আদালতের নথি আসা সাপেক্ষে জামিন বিষয়ে আদেশের জন্য আজ (রোববার) দিন ধার্য ছিল। কিন্তু এখনও নথি আসেনি। হাইকোর্টের এখতিয়ার রয়েছে নথি ছাড়াই এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেয়ার। এ পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক এম ইনায়েতুর রহিম বলেন, ২২ ফেব্রুয়ারি নথি তলবের আদেশ দেয়া হয়েছিল। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ছিল সরকারি ছুটির দিন। সেই হিসেবে ২৫ ফেব্রুয়ারি যদি আদেশের অনুলিপি পেয়ে থাকে। তাহলে আজ ১৫ দিনের সময়সীমা শেষ হবে। আদালত জয়নুল আবেদীনকে বলেন, আপনি যে এখতিয়ার প্রয়োগের কথা বলেছেন, সেটা করার সুযোগ আমাদের রয়েছে। কিন্তু তার আগে দেখতে হবে, আমরা যে আদেশ দিয়েছিলাম, সেটা কিভাবে বাস্তবায়ন হয়েছে। এরপরই আদালত আজ বিকালে জামিন বিষয়ে আদেশের দিন ধার্য করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে আদালত বলেন, আপনার কোনো বক্তব্য আছে কিনা? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, গতদিন আমরা আদালতে বলেছিলাম উনারা (আসামিপক্ষ) কতজন আইনজীবী থাকবেন আর আমরা কতজন থাকব। উনারা মোবাইল ফোনে মেসেজ দিয়ে আইনজীবীদের এখানে এনেছেন। এ সময় একজন আইনজীবীর মোবাইল ফোনে আসা মেসেজটি আদালতকে দেখান তিনি। আদালত মেসেজটি দেখে হাস্যরসের সঙ্গে বলেন, উনারা হয়তো আপনাকে উপস্থিত থাকার জন্য মেসেজ দিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১০:১৪ পূর্বাহ্ণ