১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:

যে কয়েকজন হাতেগোনা বলিউড তারকা হলিউডে জায়গা পাকা করেছেন, তাঁদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম। হলিউডে নিজের জায়গা পাকা করার নেশায় বলা য়ায় একরকম বলিউড ছবিকে বিদায় জানিয়েছিলেন তিনি।

প্রিয়াঙ্কার সর্বশেষ বলিউড ছবি ছিল প্রকাশ ঝাঁরের পরিচালনায় ‘জয় গঙ্গাজল’। ২০১৬ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। তবে হলিউডের পাট চুকিয়ে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, এরই মধ্যে একটি বলিউড ছবির পাণ্ডুলিপিও চূড়ান্ত করে ফেলেছেন তিনি। ডিএনএ ইন্ডিয়ার একটি সূত্র জানায়, প্রিয়াঙ্কা চোপড়া অনেকগুলো বলিউড ছবির পাণ্ডুলিপি পড়েছেন। সব পাণ্ডুলিপি থেকে একটি ছবি বাছাই করেছেন তিনি। এর আগে কথা হচ্ছিল আমির খানের বিপরীতে ‘স্যালুট’ ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। কিন্তু সেটা এখন আর হচ্ছে না। কারণ, আমির খানের পরিবর্তে ‘স্যালুট’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান।

এদিকে প্রিয়াঙ্কা নিউইয়র্কের সব কাজ এই সপ্তাহের মধ্যে গুছিয়ে পরের সপ্তাহেই মুম্বাইয়ে ফিরবেন বলে জানান। এর আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা লাইভে তাঁর এক ভক্তের আসন্ন বলিউড ছবি নিয়ে করা প্রশ্নে একই উত্তর দেন প্রিয়াঙ্কা।

বর্তমানে ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকের তৃতীয় মৌসুমের শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা, যা পর্দায় আসতে যাচ্ছে চলতি বছরের এপ্রিলের ২৬ তারিখ থেকে। সেখানে আবারও অ্যালেক্স প্যারিস চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এ ছাড়া ‘ইজন্ট ইট বিউটিফুল’ এবং ‘অ্যা কিড লাইক জেক’ নামে দুটি হলিউড ছবিতেও অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ৯:৪৪ পূর্বাহ্ণ