১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

তিন দিনের সফরে কাতারে যাচ্ছেন নৌপ্রধান

নিজস্ব প্রতিবেদক :

ষষ্ঠ দোহা আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ কাতারের উদ্দেশে রওনা হয়েছেন। রবিবার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ তাকে বিদায় জানান।

সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী তথ্য অফিসার এস এম শামীম আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপ্রধান ১২ থেকে ১৪ মার্চ কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত মিডল ইস্ট নেভাল কমান্ডারস কনফারেন্সসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেখানে অবস্থানকালে তিনি কাতার নেভাল ফোর্সের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল মোহান্নাদি এবং ইতালির নৌবাহিনী প্রধান এডমিরাল ভাল্টার জিরারদেল্লীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এবং দ্বিপাক্ষিক সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এছাড়া নৌপ্রধান আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বঙ্গবন্ধু’ এবং বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করবেন। এই সফরের মধ্য দিয়ে কাতারসহ মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে তিনজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌবাহিনী প্রধান ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ৯:৫২ অপরাহ্ণ