১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

বিধান সম্বলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আদেশ ১৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্যের বিধান সম্বলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে করা রিটের ওপর প্রধান বিচারপতির নির্ধারিত করে দেয়া হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুনানি শেষ হয়েছে।

এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ রিটের ওপর শুনানি শেষে রোববার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের একক বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন।

২০১৭ সালের ১৭ এপ্রিল ৭০ অনুচ্ছেদ বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সেই রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ১৫ জানুয়ারি বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রিটের ওপর বিভক্ত আদেশ দেন।

শুনানির পর বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। তবে এ আদেশের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন বেঞ্চের অপর বিচারপতি মো. আশরাফুল কামাল। তিনি রিট আবেদনটি খারিজ করে দেন।

নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে গেলে তিনি রিটটি নিষ্পত্তির জন্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এর একক বেঞ্চে পাঠান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ৯:১৯ অপরাহ্ণ