১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

ফের বাবা হলেন সোহম

বিনোদন ডেস্ক:

সদ্য মুক্তি পেয়েছে সোহম-শুভশ্রীর ‘হানিমুন’। দর্শকমহলে প্রশংসা পেয়েছেন তারা। চলতি সপ্তাহেই শুভশ্রীর জীবন নতুন বাঁক নেয়। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেন নায়িকা। অন্যদিকে সোহমের জীবনেও এল খুশির খবর। শুক্রবার দ্বিতীয় বারের জন্য বাবা হলেন সোহম। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

সোহমের স্ত্রী তনয়া পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দু’জনেই এখন ভাল আছেন। সোহম বলেন, ‘সত্যিই খুব ভাল লাগছে। ছোট ছেলের এখনও নাম ঠিক করিনি। রবি কিনাগির একটা ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তনয়ার অপারেশনের জন্যই পিছিয়ে দিয়েছিলাম। এ মাসের মাঝামাঝি থেকে শুরু করব।’

২০১৬ সালে প্রথমবার বাবা হন সোহম। সে বারও তনয়ার কোলে এসেছিল পুত্র সন্তান। ২০১২-তে তনয়ার সঙ্গে বিয়ে হয়েছিল সোহমের। চাইল্ড অ্যাক্টর হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ সোহমের। তার পর বড় হয়ে পুরোদস্তুর অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন সোহম। সক্রিয় রাজনীতির ময়দানেও তাকে দেখেছেন দর্শক। দুই ছেলেকে নিয়ে এবার এক নতুন জার্নি শুরু হল তার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ