১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে কালি নিক্ষেপ : আটক ১

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপের ছবি ভাইরাল হয়ে পড়েছে। রাজনৈতিক মঞ্চে ভাষণ দেওয়াকালে তার ওপর কালো কালি নিক্ষেপ করে এক ব্যক্তি। এসময় খাজা আসিফের চেহারার বাম অংশ ও গায়ের সাদা পাঞ্জাবি কালিতে ছেয়ে যায়। বিষয়টির নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতৃবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক নেতারা।

শনিবার পাকিস্তান মুসলীম লীগের এ নেতা নিজ নির্বাচনী এলাকা শিয়ালকোটে ভাষণা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। বোতল ভর্তি কালো কালি নিক্ষেপ করা হয় তার দিকে। এসময় মুসলীম লীগের কর্মীরা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে খাজা আসিফ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন।

খাজা আসিফ বলেন, তাকে কেউ টাকা দিয়ে আমার ওপর কালি নিক্ষেপের জন্য পাঠিয়েছে। তাকে ছেড়ে দেওয়া হোক। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এতে আমার ওপর রাজনৈতিক কোনো প্রভাবও পড়বে না। হাজারো মানুষের দোয়া রয়েছে আমার সঙ্গে। তবে মুসলিম লীগের নেতারা ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাৎক্ষনিক স্লোগান দিয়ে যাচ্ছিল।

খাজা আসিফের ওপর কালি নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির অন্যান্য ও বিরোধী দলীয় রাজনৈতিক নেতারাও। সাধারণ জনসভায় রাজনৈতিক নেতাদের ওপর এমন আচরণের প্রবনতা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। এ ধরণের ন্যাক্কারজনক কাজ কোনো দলের পক্ষ থেকেই সমর্থণ করা যায় না।
তেহরিকে ইনসাফের নেতা ওসমান ডর এক টুইট বার্তায় এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি একটি ভয়ঙ্কর প্রবনতা। এ ধরণের কর্মকাণ্ড বন্ধ করা উচিত।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১২:৩৪ অপরাহ্ণ