১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১০

বিয়ে করছেন রণবীর–দীপিকা

বিনোদন ডেস্ক:

বলিউডের সুপারস্টার নায়ক রণবীর ও নায়িকা দীপিকার বিয়ের দিন প্রায় ঠিক করে ফেলেছেন তাঁদের মা–বাবা। শোনা যাচ্ছে আগামী ৩–৪ মাসের মধ্যেই দুই হাত এক হচ্ছে। ইতিমধ্যেই নাকি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন দীপিকা। লন্ডনে রণবীরের মা–বাবার সঙ্গে চুটিয়ে শপিং করছেন তিনি। তবে শুটিং নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারছেননা রণবীর। জোয়া আখতারের ছবির শুটিং চলছে মুম্বাইয়ে।
জানা যায়, কয়েকদিন আগেই রণবীর এবং দীপিকার মা–বাবা পাকা কথা বলে এসেছেন। বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে রণবীরের বাড়িতে পাকা কথা বলতে গিয়েছিলেন দীপিকার মা–বাবা। ওরলিতে তাঁরা খাওয়া দাওয়াও সেরেছেন একসঙ্গে। বিয়ের দিন নিয়ে এখনই কোনও তথ্য না দিলেও কোথায় বিয়ে হবে এই নিয়ে দুই পরিবারের মধ্যে মতভেদ রয়েছে। দীপিকার মা–বাবা চান বিরাট–আনুষ্কার ধাঁচে ডেসটিনেশন ওয়েডিং।
অন্যদিকে রণবীরের মা–বাবা চাইছেন মুম্বাইয়ে পরিবারের সকলকে নিয়ে ধুমধাম করে ছেলের বিয়ে দিতে। তবে দক্ষিণী মতেই যে তাঁদের বিয়ে হবে সে বিষয়টি নিশ্চিত। আর বিয়ের পর বলিউডের সেলিব্রেটিদের জন্য থাকবে গ্র্যান্ড রিসেপশন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ২:০০ অপরাহ্ণ