১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

এএসআইয়ের বাসায় পাওয়া গেল ৪৪ হাজার পিস ইয়াবা

নারায়াণগঞ্জ প্রতিনিধি:

নারায়াণগঞ্জ সদর মডেল থানার এক সহকারী উপ পরিদর্শকের বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বন্দর থানা পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে বন্দরের রুপালী এলাকায় উক্ত এএসআইয়ের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত সহকারী উপ পরিদর্শকের নাম সরোয়ার্দী। এ ঘটনায় এএসআই সরোয়ার্দীকে সদর মডেল থানায় ডিউটিরত অবস্থায় আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সদর মডেল থানা পুলিশ এবং বন্দর থানা পুলিশের একাধিক সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগেও বন্দর থানায় থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে ওসিকে ম্যানেজ করে মাদক ব্যবসা করার অভিযোগ ছিল। পরে সদর মডেল থানায় আসার পরও তার বিরুদ্ধে থানায় একাধিক জিডি করা হয়। বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, এএসআই সরোয়াদী বাসা থেকে ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এখন ও মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
শীর্ষনিউজ/এম

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১:৫৮ অপরাহ্ণ