১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

শাকিলা হচ্ছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা

বিনোদন ডেস্ক:

শাকিলা হচ্ছেন রিচা চাড্ডা। অবাক হচ্ছেন শুনে? ভাবছেন, বলিউড অভিনেত্রী কি এবার নাম পরিবর্তন করছেন? এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

ঘটনা হল, এবার কেরলের অভিনেত্রী শাকিলার জীবনীতে অভিনয় করবেন রিচা চাড্ডা। তামিল, তেলুগু, মালায়লম এবং কন্নড় ভাষার বহু সিনেমায় অভিনয় করেছেন শাকিলা। এক সময়ের ‘সেক্স বম্ব’ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। এবার সেই দক্ষিণী অভিনেত্রীর চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে রিচাকে। যদিও অভিনেত্রী নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। আর এবার শাকিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রিচাকে।

তবে বলিউড অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছেন, ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী শাকিলার চরিত্রে অভিনয় করবেন রিচা। মূলত মালায়লম অভিনেত্রী হলেও, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছেন শাকিলার ভক্তরা। সিনেমার গল্প ইতিমধ্যেই শোনা হয়েছে। এবং, দর্শকদের এই সিনেমা ভাল লাগবে বলেও আশা প্রকাশ করেছেন রিচা চাড্ডার মুখপাত্র। তাড়াতাড়ি ওই সিনেমার শুটিং শুরু হবে। এপ্রিল কিংবা মে মাস থেকেই সিনেমার শুটিং শুরু হবে বলেও আশা প্রকাশ করেছেন রিচা চাড্ডার মুখপাত্র।

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১১:২৭ পূর্বাহ্ণ